সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী 

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

হজ-পালনে-বয়সের-নিষেধাজ্ঞা-থাকছে-না-ধর্ম-প্রতিমন্ত্রী 

হজ-পালনে-বয়সের-নিষেধাজ্ঞা-থাকছে-না-ধর্ম-প্রতিমন্ত্রী 

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী বছর ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, হজও পূর্ণ পরিসরে হবে।

মঙ্গলবার সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টি এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে জানতে পেরেছি।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে এবার বাংলাদেশের পূর্ণ কোটার হজযাত্রীরা সৌদি আরবে হজে যেতে পারবেন।

এ সময় অন্যদের মধ্যে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দলের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর